Tue, 22 Jan, 2019
 
logo
 

রূপগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ অক্টোবর) ভোরে মরদেহ উদ্ধার করা হয়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, সকালে রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কুশাব জামে মসজিদের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে রাতে ডাকাতির মালামাল ভাগাভাগী নিয়ে একপক্ষ ওই যুবককে হত্যার পর ফেলে রেখে পালিয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ইনচার্জ রফিকুল।

সর্বশেষ সংবাদ শিরোনাম