রবিবার, মে ৫, ২০২৪
Led03আড়াইহাজারআদালতজেলাজুড়ে

আড়াইহাজারে ম্যাজিস্ট্রেট দেখে দোকানদারদের পলায়ন

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অপরিষ্কার ও অপরিছন্ন পরিবেশ দেখতে অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ম্যাজিস্ট্রেট দেখে দোকান বন্ধ করে পালিয়ে গেছেন দোকানিরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার গোপালদী বাজারে ওই ঘটনা ঘটে।

আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক বলেন, বৃহস্পতিবার দুপুরে পুলিশ ও আনসার সদস্য নিয়ে গোপালদী বাজারে অপরিষ্কার ও অপরিছন্ন পরিবেশ দেখতে অভিযান পরিচালনা করার জন্য যাই।

অভিযানে গোপালদী বাজারে কবিরের মালিকানাধীন মুসলিম সুইটমিটে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ খবর পেয়ে বাজারের ওষুধ, মুদিসহ সকল প্রকার দোকান বন্ধ করে দোকানিরা পালিয়ে যান। পরে বাজার ফাঁকা হয়ে যায়।

তিনি আরও জানান, পরে রামচন্দ্রদী ও মানিকপুর এলাকায় বিভিন্ন দোকানিদের সতর্ক করা হয়।

RSS
Follow by Email