Sat, 22 Sep, 2018
 
logo
 

রাজনীতিতে সাংসদ শামীম ওসমানের সাহায্য সবচেয়ে বেশি পেয়েছি: শাহ্ নিজাম

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মা-বাবার মুখে শুনেছি বঙ্গবন্ধুর আদর্শের কথা। দেশ প্রেম, মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা থেকে সেই বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি যার চরিত্রে দেখতে পেয়েছি তিনি হলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রানিত আর শামীম ওসমানের কর্মকা- দেখে আমার রাজনীতিতে আসা।


মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিজের ৪৮ তম জন্মদিনে এ কথা গুলো বলছিলেন গণমানুষের সংগ্রামী নেতা শাহ্ নিজাম। জানাগেছে, ১৯৬৯ সালে ৩ অক্টোবর সম্ভ্রান্ত  পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই নেতা। তার বাবা শাহ্ নুর উদ্দিন ছিলেন ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যান। তার মায়ের নাম রওশন আরা আহাম্মেদ। এ দম্পতির তিন ছেলে ও পাঁচ মেয়ের মাঝে তিনি ছিলেন ৫ম তম।

তার শৈশব ও কৈশোর কেটেছে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায়। মুন্সীগঞ্জের সরকারি কে কে প্রাথমিক বিদ্যালয় থেকে তার ছাত্র জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ বার একাডেমী থেকে এসএসসি পাস করেন এবং তোলারাম কলেজ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

১৯৮৫ সালে প্রথম ছাত্র রাজনীতিতে যুক্ত হন এই রাজপথের এই সংগ্রামী নেতা । এছাড়া ৯০ দশকে পুরোপুরি ভাবে তিনি রাজনীতিতে প্রবেশ করে গণমানুষের দাবী আদায়ের সংগ্রামে নামেন এই নেতা। আওয়ামী লীগের দুঃসময়ে (২০০১-২০০৮)নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিকে যে ক’জন নেতা চাঙ্গা রাখতে কাজ করেছিলেন তাদের মধ্যে অন্যতম শাহ্ নিজাম। ওই সময়ে তিনি দলের হয়ে বিভিন্ন কর্মকান্ডে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করেছিলেন।

শাহ্ নিজাম নারায়ণগঞ্জ আওয়ামী লীগের একজন সফল রাজনৈতিক নেতা এবং নারায়ণগঞ্জবাসীর অসময়ের বন্ধু। তিনি বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

১৯৯৭ সালে ১৪ নভেম্বর শারমীন ইফ্ফাত শামসকে ভালোবেসে পারিবারিক ভাবে বিয়ে করেন। বর্তমানে তিনি ১ সন্তানের জনক। তার প্রিয় খাবার ইলিশ মাছের ডিম, ডাল ও ভাত। প্রিয় ফুল বেলী, প্রিয় রঙ নীল।

অবসর সময়ে স্ত্রী ও সন্তানকে সময়দেন। লেখালেখিও করেন তিনি। আর কিভাবে মানুষের কাছে শামীম ওসমানের আহবান, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ার চিন্তা-চেতনা পৌছে দেয়া এবং তা বাস্তবায়ন করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছেন।

মঙ্গলবার শাহ্ নিজামের ৪৮তম জন্মদিন পালন করেছে তার পরিবার ও রাজনৈতিক সহপার্টিরা। তার এই জন্মদিনে লাইভ নারায়ণগঞ্জকে তিনি বলেন, রাজনীতিতে আসার পর থেকে আমি এখন পর্যন্ত সাংসদ শামীম ওসমানের সাহায্য সবচেয়ে বেশি পেয়েছি, এখনো পাচ্ছি।  আর সহযোগীতা পেয়েছি আমার সহধর্মিনী শারমীন ইফ্ফাত শামস এর।

সর্বশেষ সংবাদ শিরোনাম