Mon, 17 Dec, 2018
 
logo
 

চুনকার সমাধিতে পুস্পস্তবক অর্পন করলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: প্রয়াত জননেতা নারায়ণগঞ্জ জেলা ও শহর আওয়ামীলীগের সভাপতি, পৌরপিতা আলী আহাম্মদ চুনকার ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পুস্পস্তবক অর্পন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তন ও পাঠাগারের সামনে থেকে প্রভাতফেরী করে মাসদাইর কবরস্থানে গিয়ে আলী আহাম্মদ চুনকার সমাধিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পুস্পস্তবক অর্পন করা হয়।
সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ, মহানগর ছাত্রলীগ, প্রেরণা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, জামির এ্যাপারেলস লিমিটেড, দেওভোগ যুব সমাজ, জেলা মটরস ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়ন, গোগনগর এলাকাবাসী, শিশুবাগ বিদ্যালয়, আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয়, পঞ্চবটি ট্রাক টার্মিনালের পক্ষ থেকে নেতাকর্মীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

সর্বশেষ সংবাদ শিরোনাম