বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
শিক্ষাসাহিত্যসোশ্যাল মিডিয়া

সাব্বির সেন্টু’র ‘ছড়ার বুলেট’র মোড়ক উম্মোচন

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরের দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর ছড়াগ্রন্থ ‘ছড়ার বুলেট’ মোড়ক উম্মোচন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় একুশে বই মেলার মোড়ক উন্মোচন মঞ্চে ‘ছড়ার বুলেট’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন প্রকাশনা সংস্থা উচ্ছ্বাস প্রকাশনীর প্রকাশক আহমে মুনীর, সুকার গীতিকার ও কন্ঠশিল্পী মিতু মোর্শেদ, তুষাধারা প্রকাশনীর প্রকাশক কবি আমিনুল ইসলাম মামুন, নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি ইকবাল হোসেন রোমেছ,সোনিয়া আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোজাম্মেল হক এমপি বলেন,বই মানুষকে আলোকিত করে। বই না পড়লে যেমন শিক্ষিত হওয়া যায়না তেমনি বই না পড়লে ভাল মানুষ হওয়া যায়না। বই আমাদের জন্য প্রেরণা। আমরা যদি বই কিনে লেখকদের উৎসাহ না দেই তাহলে বই পড়া থেকে আমাদের ভবিষ্যত প্রজন্ম হারিয়ে যাবে। তাতে সমাজে অপরাধ-প্রবণতা বেড়ে যাবে। যা ইতোমধ্যে হচ্ছে।

RSS
Follow by Email