Thu, 24 Jan, 2019
 
logo
 

২৫ বছরে পা রাখলো রঙ বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তি: এ উদ্যোগ চার স্বপ্নময় তরুণের। ১৯৯৪ সালে নারায়ণগঞ্জে সূচনা। এরপর সময় প্রবাহে অতিবাহিত দুই যুগ। বাংলাদেশের ফ্যাশন অনুরাগীদের ভালোবাসা এই বিকশিত উদ্যোগ শাখা ছড়িয়েছে দেশের নানা প্রান্তে।
তবে ২০১৫ সালে এই চলমানতায় আকস্মিক ছন্দপতন সত্বেও  দিশাহীন হতে দেননি সেই চার তরুণের একজন সৌমিক দাস। একলা চলোর প্রেরণায় উদ্বুদ্ধ সৌমিক কেবল পরিস্থিতি সামাল দেননি বরং অবিচল দৃঢ়তায় এগিয়ে নিয়েছেন একক অভিযাত্রা। সহযোগী হয়েছিল এক ঝাঁক নিবেদিত প্রাণ কর্মীর নিরলস প্রচেষ্টা। সবার সম্মিলিত প্রয়াসে ঐতিহ্য সমুন্নত রেখেই আতœপ্রকাশ করে রঙ বাংলাদেশ। নররূপে, নব কলেবরে। দেশ জুড়ে ছড়িয়ে থাকা অনুরাগীদের সমর্থন ও পৃষ্ঠপোষণায় ঋদ্ধ রঙ বাংলাদেশ ২০ ডিসেম্বর পদার্পণ করছে ২৫ বছরে।
২৫ বছরে পা রাখলো রঙ বাংলাদেশ
সকল শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষকদের  প্রতি বিন¤্র  শ্রদ্ধা আর অনিঃশেষ কৃতজ্ঞতা।

সর্বশেষ সংবাদ শিরোনাম