Tue, 17 Jul, 2018
 
logo
 

প্রথা বিরোধী লেখক, কবি ওয়াহিদ রেজা আর নেই

লাইভ নারায়ণগঞ্জ : প্রথা বিরোধী লেখক ও কবি ওয়াহিদ রেজা আর নেই। দুই বাংলায় বেশ জনপ্রিয় এই লেখক রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে লেখক, কবি, সাহিত্যিকদের মধ্যে শোকের ছাঁয়া নেমে আসে। তিনি একেধারে চিকিৎসক ও লেখক ছিলেন। এছাড়াও নিয়মিত ফেসবুকিংও করতেন। একজন অনলাইন অ্যাক্টিভিস্ট ছিলেন তিনি।

বিজ্ঞানমনস্ক এই লেখক ভারতের বিশিষ্ট যুক্তিবাদী লেখক প্রবীর ঘোষের সাথে যৌথভাবে বেশ ক’টি বই প্রকাশ করেন। তার লেখার বিষয় বস্তু ছিল প্রথা বিরোধী। কোনো প্রথাতেই তিনি বিশ্বাস রাখেন নি। যুক্তি নির্ভর লেখা লিখতেই ভালোবাসতেন তিনি।

ওয়াহিদ রেজা তার জীবদ্দশায় অসংখ্য বই লিখেছেন। এর মধ্যে যুক্তিনির্ভর গ্রন্থ ছিল বেশি। পাশাপাশি তিনি ছোট গল্প, উপন্যাস ও কবিতাও লিখেছেন। তবে সর্বমহলে তিনি কবি হিসেবেই ব্যাপক পরিচিত ছিলেন।

সর্বশেষ সংবাদ শিরোনাম