শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Dis_leadLed03জেলাজুড়েসোনারগাঁ

স্বাধীনতা দিবসে সোনারগাঁবাসীর নানা কর্মসূচী পালন

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে শহীদ মজনু পার্কের বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সাধারণ মানুষ।

এসময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, জৈষ্ঠ সহ-সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজসহ সোনারগাঁ উপজেলা প্রশাসন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ সর্বস্তরের জনগণ।

পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে, স্বাধীনতা দিবসে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধা নিবেদন করে। সেই সাথে এক চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে। ফাউন্ডেশনের পরিচালক ড. মো. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

ফাউন্ডেশনের সংরক্ষণ কর্মকর্তা মুজাম্মিল হক মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজ, ভারপ্রাপ্ত উপ-পরিচালক আজাদ সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

RSS
Follow by Email