সেলিম ওসমানের নির্বাচনী সভা সফল করতে আলীরটেকে প্রস্তুতি
লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলীরটেক ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ কে এম সেলিম ওসমানের নির্বাচনী মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে আলীরটেক ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে প্রস্তুতিমূলক সভা আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলি নুর মোল্লা, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, সাংগঠনিক সম্পাদক এস বি শাহীন সরকার,সদর থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আতাবর, সাধারণ সম্পাদক জাহান উল্লাহ, ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ কামাল হোসেন, সম্পাদক মিজানুর রহমান মিজান, ৩ নং ওয়ার্ড সভাপতি গনি মেম্বার,সাধারণ সম্পাদক বাদশা মিয়া, ৪ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ৫ নং ওয়ার্ড সভাপতি ইসমাইল মাতবর, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, ৬ নং ওয়ার্ড সভাপতি হাজ্বী শরীফ হোসেন,সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জুনু, ৮ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, ৯ নং ওয়ার্ড সভাপতি বাচ্চু মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির, সওদাগর খান, ইউনিয়ন পরিষদের ১২ জন মেম্বার, বিভিন্ন গ্রামের পঞ্চায়েত প্রধান,স্থানীয় আওয়ামী লীগ নেতা সহ প্রায় ২ হাজার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, আগামী ২৫শে ডিসেম্বর বারবার নির্বাচিত জনপ্রিয় ব্যক্তিত্ব, শিল্পপতি, দানবীর বহু উন্নয়নের প্রণেতা সেলিম ওসমানের নির্বাচনী জনসভা যেকোনো বিনিময়ে সফল করা হবে।
বক্তারা আরো বলেন, আগামী ৭ই জানুয়ারি সেলিম ওসমান কে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত করবো।
তাকে নির্বাচিত করে নারায়ণগঞ্জ সদর -বন্দরের প্রতিটি ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।
বিএনপি- জামায়াত জোটের নির্বাচন বানচালের প্রচেষ্টা প্রতিরোধ করে নির্বাচনের দিন বিপুল ভোটার কেন্দ্রে উপস্থিত করার দৃড় আশাবাদ ব্যক্ত করা হয়।