শুক্রবার, মে ১৭, ২০২৪
Led02জেলাজুড়েফতুল্লা

রিমান্ড শেষে সার্ভেয়ার কাউছারকে জেল-হাজতে প্রেরণ

লাইভ নারায়ণগঞ্জ: ঘুষের ৪২ লাখ টাকা ভর্তি কার্টন উদ্ধারের ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার মো. কাওছার আহমেদকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিজ্ঞ আদালত। রবিবার (২৮ জানুয়ারি) বিকালে ৩ দিনের রিমান্ড শেষে কাউছার আহমেদকে আদালতে প্রেরণ করা হলে, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ নির্দেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোর্ট ওসি আসাদুজ্জামান বলেন, আজ বিকেলে কাউছার আহমেদকে ৩ দিনের রিমান্ড শেষে কোর্টে প্রেরণ করা হয়। এসময় জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, ১৮ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার কাউছার আহমেদকে দুদকের মামলায় গ্রেপ্তার করা হয়। ঐ মামলায় ৪২ লাখ টাকার কার্টন বহনকারী মো. জাহিদুল ইসলাম ওরফে সুমন এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আসামি করা হয়।

RSS
Follow by Email