শুক্রবার, মে ১০, ২০২৪
Led02রাজনীতিসদর

না.গঞ্জে শক্তি-সমর্থন দেখাতে চায় নতুন রাজনৈতিক দল বিএসপি

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শক্তি-সমর্থন দেখাতে চাইছে রাজনৈতিক দল হিসেবে নতুন নিবন্ধিত বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। আগামী ২ সেপ্টেম্বর নগরীর নিতাইগঞ্জের আলাউদ্দিন খাঁন স্টেডিয়ামে সমাবেশ করবে সংগঠনটি।

সেখান থেকে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ ও সংবিধান অনুযায়ী অবাদ সুষ্ঠু অংশগ্রহণ মূলক নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানোর কথা রয়েছে দলটির নেতাকর্মীদের।

মোহাম্মদ আসলাম হোসেন, সভাপতি, বিএসপির নারায়ণগঞ্জ জেলা কমিটি

নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে সাংবাদিক সম্মেলনে এমন তথ্য জানানো হয়েছে। সমাবেশ শেষে নগরীতে গণমিছিল করবে তারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর সভাপতি মোহাম্মদ আসলাম হোসাইনের নেতৃত্বে সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ হুমায়ন কবির, সিনিয়র সহ-সভাপতি শাহ মো. মাসুম গাজী, সমাবেশ ও গণমিছিল প্রস্তুত কমিটির সদস্য সচিব কামরুজ্জামান হারুন, প্রস্তুত কমিটির সদস্য শাহ্ মো. আব্দুল বারী, একে নাহিদ ও মাওলানা কেরামত আলী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির মোহাম্মদ আসলাম হোসাইন জানান, ইতোমধ্যেই তারা ৫টি উপজেলায় কমিটি করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিটি আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে তাদের। সারা দেশে ২২০টি আসনে প্রার্থী দিতে পারে বলেও জানান।

RSS
Follow by Email