রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led02জেলাজুড়েরাজনীতি

না.গঞ্জের ৫ টি আসনে যে প্রতীক গুলোতে ভোট দিবেন ভোটাররা

লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়েছে। এক দিন পরই ভোট গ্রহণের পালা। নারায়ণগঞ্জের ৫টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩৪ জন প্রার্থী। আসন ভেদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের পর থেকেই পাড়া-মহল্লায় ওলিতে-গোলিতে গণসংযোগ, উঠান বৈঠক, জনসভাসহ নানান উপায়ে প্রার্থীরা ভোটারদের মন জয় করার প্রচেষ্টা চালিয়েছেন প্রার্থীরা। তবে কোন প্রার্থী ভোটারদের মন ছুয়ে যেতে পেরেছে তার প্রতিফলন হবে ভোটগ্রহণের দিন। রোববার (৭ জানুয়ারী) পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে ব্যালট পেপারে প্রার্থীর প্রতীকে সিল দিবে ভোটাররানারায়ণগঞ্জের ৫ টি আসনে ব্যালট পেপারে প্রার্থীদের যে প্রতীক থাকছে:

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন:

১. আওয়ামী লীগ থেকে- গোলাম দস্তগীর গাজী, প্রতীক- নৌকা
২. তৃণমূল বিএনপি থেকে- তৈমুর আলম খন্দকার, প্রতীক- সোনালী আঁশ
৩. স্বতন্ত্র হয়ে- শাহজাহান ভূঁইয়া, প্রতীক- কেটলী
৪. স্বতন্ত্র হয়ে- মো. হাবিবুর রহমান, প্রতীক- আলমিরা
৫. স্বতন্ত্র হয়ে- গাজী গোলাম মর্তুজা পাপ্পা, প্রতীক- ঈগল
৬. জাকের পার্টি থেকে- মো. জোবায়ের আলম, প্রতীক- গোলাপ ফুল
৭. জাতীয় পার্টি থেকে- মো. সাইফল ইসলাম, প্রতীক- লাঙ্গল
৮. স্বতন্ত্র হয়ে- মো. জয়নাল আবেদীন চৌধুরী, প্রতীক- ট্রাক
৯. ইসলামিক ফ্রন্ট থেকে- একেএম শাহিদুল ইসলাম, প্রতীক- চেয়ার

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসন:

১. আওয়ামী লীগ থেকে- নজরুল ইসলাম বাবু, প্রতীক- নৌকা
২. তৃণমূল বিএনপি থেকে- মো. আবু হানিফ হৃদয়, প্রতীক- সোনালী আঁশ
৩. জাকের পার্টি থেকে- শাহজাহান, প্রতীক- গোলাপ ফুল
৪. জাতীয় পার্টি থেকে- আলমগীর সিকদার লোটন, প্রতীক- লাঙ্গল
৫. স্বতন্ত্র হয়ে- মো. শরিফুল ইসলাম, প্রতীক- ঈগল

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন:

১. আওয়ামী লীগ থেকে- আবদুল্লাহ আল কায়সার, প্রতীক- নৌকা
২. জাতীয় পার্টি থেকে- লিয়াকত হোসেন খোকা, প্রতীক- লাঙ্গল
৩. বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে- মো. মজিবুর রহমান মানিক, প্রতীক- ফুলের মালা
৪. বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে- মোহাম্মদ আসলাম হোসেন, প্রতীক- একতারা
৫. বিএনএম থেকে- এবিএম ওয়ালিউর রহমান খান, প্রতীক- নোঙ্গর
৬. বিকল্প ধারার বাংলাদেশ থেকে- নারায়ণ দাস, প্রতীক- কুলা
৭. মুক্তিজোট থেকে- মো. আরিফ, প্রতীক- ছড়ি
৮. স্বতন্ত্র হয়ে- এ.এইচ.এম মাসুদ, প্রতীক- ঈগল

নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসন:

১. আওয়ামী লীগ থেকে- একেএম শামীম ওসমান, প্রতীক- নৌকা
২. তৃণমূল বিএনপি থেকে- মো. আলি হোসেন, প্রতীক- সোনালী আঁশ
৩. জাকের পার্টি থেকে- মূরাদ হোসেন জামাল, প্রতীক- গোলাপ ফুল
৪. বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে- সেলিম আহমেদ, প্রতীক- একতারা
৫. বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে- হাবিবুর রহমান, প্রতীক- চেয়ার
৬. ন্যাশনাল পিপলস পার্টি থেকে- শহিদ উন নবী, প্রতীক- আম
৭. বাংলাদেশ কংগ্রেস থেকে- গোলাম মোর্শেদ রনি, প্রতীক- ডাব
৮. জাসদ থেকে- মো. ছৈয়দ হোসেন, প্রতীক- মশাল

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন:

১. জাতীয় পার্টি থেকে- একেএম সেলিম ওসমান, প্রতীক- লাঙ্গল
২. বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে- এএসএম একরামুল হক, প্রতীক- চেয়ার
৩. তৃণমূল বিএনপি থেকে- মো. আব্দুল হামিদ ভাসানী, প্রতীক- সোনালী আঁশ
৪. বাংলাদেশ সুপ্রীম পার্টি থেকে- ছামসুল ইসলাম, প্রতীক- একতারা

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন। মহিলা ভোটার ১১ লাখ ৭ হাজার ৬৬ জন। পুরুষ ভোটার ১১ লাখ ৪৭ হাজার ৯৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।

RSS
Follow by Email