রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Led01জেলাজুড়েরাজনীতি

নারায়ণগঞ্জের বিএনপি-ছাত্রলীগের দখল রাজধানীর রাজপথ

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকার রাজপথ দখলে নিয়েছে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা।

ক্ষমতাশীন দলে ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ছাত্রসমাবেশে নারায়ণগঞ্জ থেকে অংশ নিয়েছে ৩০ হাজার নেতাকর্মী।

অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ নিয়েছে ৪০ হাজার নেতাকর্মী।

এক কথায় পুরো রাজধানীর রাজপথ দখলে নিয়ে ছিল নারায়ণগঞ্জের নেতাকর্মীরা।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার নয়াপল্টন থেকে র‍্যালি শুরু করে বিএনপি।

তবে, জুমার নামাজের পর থেকেই নটরডেম কলেজের আশপাশে জড়ো হতে থাকেন নারায়ণগঞ্জ বিএনপির অনুসারী নেতাকর্মীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে র‍্যালিতে যোগ দেন নেতাকর্মীরা। এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালিতে অংশ নিয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন, সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন প্রমুখ।

অন্যদিকে, ঢাকায় ছাত্রলীগের ছাত্র সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের প্রায় ৩০ হাজার নেতাকর্মী যোগদান করেছেন।

সকালে তারা ৩০০ বাসে চড়ে এবং বিভিন্নভাবে সেখানে অংশ নেন। এরপর বিশাল শো-ডাউন করে প্রবেশ করেন সমাবেশ স্থলে।

RSS
Follow by Email