রবিবার, মে ১৯, ২০২৪
Led05জেলাজুড়ে

নগরীতে রোদ-কুয়াশার ছোঁয়াছুঁয়ি খেলা

লাইভ নারায়ণগঞ্জ: কথায় আছে ‘মাঘে বাঘও কাপে’। অন্যান্য বছরগুলোতে জেলার গ্রাম্য এলাকাগুলোতে শীতের উপস্থিতি টের পেলেও নগরীতে এর প্রভাব তেমন পরে না। তবে এ বছরের শীতে কাবু নগরবাসী। বুধবার (২৪ জানুয়ারি) নগরীতে দুপুরের সময় রোদউজ্জল থাকলেও ঘন্টাখানেক পরে আবার আকাশে মেঘে ঢেকে যায় সূর্য। দেখে মনে হয় এ যেন রোদ আর কুয়াশার ছোঁয়াছুঁয়ি খেলা চলছে।

গতকালের তুলানায় নগরীর গড় তাপমাত্রা বাড়তির দিকে। তবে বিকেলের দিকে সূর্য না থাকায় আবারও তাপমাত্রা নেমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়ার বিভিন্ন ওয়েবসাইট অনুয়ায়ী, রাতে নগরীর তামপাত্রা আরো নামতে পারে এমনকি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, জেলার দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে ব্যাহত হতে পারে অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল। তবে দুপুরের দিকে মৃদু শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় কমতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধিসহ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

RSS
Follow by Email