শুক্রবার, মে ১০, ২০২৪
Led04জেলাজুড়েসোনারগাঁ

ঝুটের বস্তা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক দগ্ধ

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে রপ্তানিমুখী পোশাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩জন শ্রমিক দগ্ধ হয়েছে।মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার রতনদী এলাকায় অবস্থিত কেনটাকি টেক্সটাইলস্ লিমিটেড নামে কারখানাটিতে ওই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- লালমনিরহাটের আব্দুস সামাদের ছেলে মো. মোস্তফা (৫০), সুনামগঞ্জের আব্দুল কাউয়ুমের ছেলে আল-আমিন (২৫) ও আব্দুল কুদ্দুছের ছেলে শাহনূর আলম (২৭)। তারা তিনজনই ওই কারখানার লোড-আনলোড শ্রমিক হিসেবে কাজ করেন। তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে মোস্তফার শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এদিকে শাহনূর আলম ও আল-আমিন যথাক্রমে ৫ শতাংশ ও ১ শতাংশ দগ্ধ অবস্থায় পর্যবেক্ষণে আছেন। তারা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক।

কারখানার শ্রমিকরা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে কারখানার ছাদে কাজ করার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ওই তিন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের কারখানার গাড়িতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাদের।
ছাদের পাশ দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন গেছে। কারখানার ছাদে ঝুটের বস্তা পরিষ্কারের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। অসাবধানতাবশত একটি বাঁশ বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে গেলে এই ঘটনা ঘটে বলে জানান কেনটাকি টেক্সটাইলের ব্যবস্থাপক প্রকৌশলী তোফায়েল আহমেদ।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি। তবে আমরা অন্য সূত্রে জানতে পেরেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে সেখানে পুলিশ পাঠানো হচ্ছে।

RSS
Follow by Email