শুক্রবার, মে ১৭, ২০২৪
জেলাজুড়েশিক্ষা

জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর সময় পরিবর্তন

লাইভ নারায়ণগঞ্জ: চলমান শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিবর্তনের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০ টা থেকে পাঠদান কার্যক্রম চলবে বলে জানানো হয়।

সোমবার (২২ জানুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চিঠি এসেছে। আমরা জেলার প্রতিটি প্রাথমিক স্কুলগুলোকে জানিয়ে দিচ্ছি। শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই আগামী ৩১ তারিখ পর্যন্ত ১০টা থেকে ক্লাস শুরু হবে।

প্রসঙ্গত, সারাদেশের শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সকাল ১০টায় শুরুর নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে আরও বলা হয়, দিনের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে আগের জারি করা নির্দেশনা যথারীতি বহাল থাকবে।

RSS
Follow by Email