বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04আদালতজেলাজুড়েবন্দর

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা খুন, আসামীর যাবজ্জীবন

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে হত্যা মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত ওই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামীর নাম উজ্জল মিয়া (৩৫)। সে বন্দরের মদনপুর এলাকার মো. আলী আকবরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আনোয়ার হোসেন, নজরুল ও তাজুল নামে তিনজনকে বেখসুর খালাস দেওয়া হয়।

বাদী পক্ষের আইনজীবী এড. আনোয়ার হোসেন বলেন, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর অটোরিকশা নিয়ে বিরোধের জেরে রাসেলকে আসামিরা ধরে নিয়ে যান। শফিকুল ইসলাম ছেলেকে উদ্ধার করতে গেলে আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় শফিকুলের মামা মো. গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর বন্দর থানায় করা মামলায় আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

RSS
Follow by Email