শুক্রবার, মে ১৭, ২০২৪
শিক্ষা

তোলারাম কলেজে শিক্ষকদের কর্মবিরতি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে শিক্ষা ক্যাডার কর্মকর্তাবৃন্দকে স্বত:স্ফূর্ত কর্মাবিরতি পালন করে।

আন্তক্যাডার বৈষম্য নিরসন, দীর্ঘাদিনের পদোন্নতির বঞ্চনাসহ সকল ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এই কর্মবিরতি পালিত হয়।

এসময় সরকারি তোলারাম কলেজে ইউনিটের সম্পাদক ড. রওনক জাহানের সঞ্চালনায় কলেজ ক্যাম্পাসে সকল কর্মকর্তার উপস্থিতিতে বক্তব্য রাখেন- অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস, উপাধ্যক্ষ জনাব জীবন কৃষ্ণ মোদক। অফিসার্স কাউন্সিল সম্পাদক প্রফেসর সমাপ্ত কুমার সাহা, প্রফেসর গোপীনাথ পাল, প্রফেসর মো. শহিদুল ইসলাম, মো. মোনোয়ার হোসেন, তানভীর আহমেদ, ডালিয়া হোসেন এবং অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অপরাপর শিক্ষা ক্যাডার কর্মকর্তাবৃন্দের বক্তব্যে দীর্ঘদিনের চাকুরিজীবনে অপ্রাপ্তি ও বৈষম্যের বাস্তব চিত্র উঠে আসে। আগামী দিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা স্থানীয় সংসদ সদস্যের নিকট স্মারকলিপি প্রদান করবেন বলেও জানান।

RSS
Follow by Email