রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
Led03সোনারগাঁ

কাচঁপুরে স্টার মাল্টিপারপাস কোল্ডস্টোরেজ থেকে ১৪টন খেজুর জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের স্টার মাল্টিপারপাস কোল্ডস্টোরেজের দুটি প্রতিষ্ঠানে থেকে ১৪টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দকৃত খেজুর প্রায় ৪৯ লাখ টাকার বলে জানানো হয়।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে সোনারগাঁয়ের কাঁচপুর ব্রীজ সংলগ্ন কিউট পল্লী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় স্টার কোল্ড স্টোরেজ থেকে অবৈধভাবে মজুদকৃত মেয়াদোত্তীর্ণ ১৪ টনখেজুর জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দকৃত খেজুরের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ২৩ লাখ টাকা বলে জানা যায়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম। এসময় ভোক্তা অধিকারের নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক সেলিমুজ্জামান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, কোল্ড স্টোরেজের তারিক হোসেনের মালিকানাধীন মৌসুমী এন্টারপ্রাইজে ১৪ মেট্রিক টন মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ করা ছিল। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৬৬ হাজার টাকা। এই খেজুরগুলোর ২০২১ সাল পর্যন্ত মেয়াদ ছিল। ভুয়া স্টিকারের মাধ্যমে এর মেয়াদ বাড়িয়ে এগুলো বাজারজাতকরনের পরিকল্পনা ছিল তাদের। অন্যদিকে জিলানীর মালিকানাধীন মদিনা এন্টারপ্রাইজ থেকে মজুদকৃত ১৭ মেট্রিক টন খেজুর উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা। বাজারে সংকট সৃষ্টি করে তারা এই খেজুরগুলো বাজারজাতকরণ করতে চেয়েছিল। আমরা খেজুরগুলো সিল করে দিয়েছি। এখনো পর্যন্ত কাউকে জরিমানা করা হয় নি। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। ভবিষ্যতেও তাদের এই অভিযান অব্যাহত থাকে বলে জানান তিনি।

RSS
Follow by Email