সোমবার, মে ১৩, ২০২৪
Led01আড়াইহাজারজেলাজুড়েবন্দররূপগঞ্জসদরসোনারগাঁ

উপজেলা নির্বাচন: সদর-বন্দর ৪মে, রূপগঞ্জ-সোনারগাঁ-আড়াইহাজার ১১মে

লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই ৬ষ্ঠ উপজেলা নির্বাচন নিয়ে আয়োজন শুরু করেছে নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জের ৫টি উপজেলা নির্বাচন দুটি ধাপে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ি প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন।

চলতি বছরের আগামী ৪ মে প্রথম ধাপে নারায়ণগঞ্জ সদর উপজেলা ও বন্দর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া ১১ মে দ্বিতীয় ধাপে সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে, সর্বশেষ ২০০৯ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় বিএনপি নেতা আবুল কালাম আজাদ বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হলে সদর উপজেলার কিছু অংশ সিটি কর্পোরেশনে চলে যায়। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (২০০৯ সনের ৩০ জুন সংশোধিত) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার সদর উপজেলা পুর্নগঠন করে। ২০১৪ সালের ৪ মার্চ এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়।

অন্যদিকে, ২০১৯ সালে ৫ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নারায়ণগঞ্জে সদর উপজেলা বাদে ৪ টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছরের ৩১ মার্চ নির্বাচনের ৪র্থ ধাপে রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। আবার ১৮ জুন ৫ম ধাপে বন্দর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। চলতি বছরের উপজেলা নির্বাচন সামনে রেখে ইতিমধ্যেই আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

RSS
Follow by Email