রবিবার, মে ৫, ২০২৪
Led03জেলাজুড়েসোনারগাঁ

ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে মেঘনায় নতুন টোল প্লাজা চালু

# এবার স্বস্তিতে মানুষ বাড়ি ফিরবে: সওজ প্রকৌশলী মইনুল
# যানজট নিয়ন্ত্রণে ফিল্ডে থাকছে ৪শ‘ পুলিশ সদস্য: এড.ডিআইজি মোস্তাফিজুর

লাইভ নারায়ণগঞ্জ: ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি কমাতে চালু করা হয়েছে মেঘনা সেতুর টোল প্লাজা। শনিবার (৬ এপ্রিল) সকালে টোল প্লাজার উদ্ধোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরবর্তীতে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় মেঘনা টোল এলাকায় নতুন করে স্থাপিত ছয়টি ইলেক্ট্রনিক টোল আদায় সিস্টেমের কাউন্টার গুলো।

এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান,নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজ রহমান, কাঁচপুরে হাইওয়ে পুলিশের পরিদর্শক রেজাউল করিমসহ উর্ধবতন কর্মকর্তারা।

টোল প্লাজার উদ্ধোধন শেষে সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান জানান, এ পথে যানজট ও যাত্রা ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের ইকোনমিকাল ডেভেলপমেন্ট হওয়ার কারণে যানবাহন ক্রয় বেড়েছে। এর ফলে গত কয়েক বছরের তুলনায় ট্রাফিক এর চাপও বেড়েছে। তবে আশা রাখি, এবার গত বারের চেয়ে আরও স্বস্তিতে মানুষ বাড়ি ফিরতে পারবে।

RSS
Follow by Email