সোমবার, মে ১৩, ২০২৪
Led03আড়াইহাজারজেলাজুড়ে

আড়াইহাজারে মক্কা-মদিনা বেকারীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটি আই এর অনুমোদন না থাকায় মক্কা মদিনা নামক এক বেকারী ৫০ হাজার টাকা অর্থদন্ড ও বেকারী বন্ধের আদেশ দেয় ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আড়াইহাজার উপজেলার মুকন্দী নামক এলাকায় এক অভিযানে এ দন্ড প্রদান করা হয়।

এবিষয়ে নিবার্হী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক বলেন, বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটি আই এর অনুমোদন না থাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মক্কা মদিনা বেকারী এর মো: বোরহান উদ্দিনকে ১ টি মামলায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এর পাশাপাশি বেকারীটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। পর্যায়ক্রমে সব বেকারীতে অভিযান চালানো হবে।

এসময় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই মাঠ প্রতিনিধি এবং আড়াইহাজারের সেনেটারি ইন্সপেক্টর হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email