শুক্রবার, মে ৩, ২০২৪
জেলাজুড়েফতুল্লাশিক্ষা

আব্দুস সোবাহান পদকে ভূষিত ৪ শিক্ষার্থী

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয় আব্দুস সোবাহান পদক-২০২৩। অনুষ্ঠানে আব্দুস সোবাহান পদকে ভূষিত হয়েছেন ৪ জন শিক্ষার্থী। রবিবার (১০ মার্চ) বিকেলে মাসদাইররস্থ কাসেম নগরীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে মোট ৪ জনকে এ সম্মাননা দেওয়া হয়। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সম্মাননা প্রদান শুরু হয়। 


অনুষ্ঠানে প্রাথমিক শাখা ক-বিভাগে আব্দুস সোবাহান পদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলো, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী নোশিন সুলতানা (আইডি নং ০০৪১৯৪), একই শ্রেণির ছাত্র আদিয়াত আল আজাদ (আইডি নং ০০৫৩৬১)। মাধ্যমিক শাখা খ-বিভাগের পদক প্রাপ্ত শিক্ষার্থী হলো, একই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র জাবির খান সাদ (আইডি নং ০০৩৬৫৯)। এবং মাধ্যমিক শাখা গ-বিভাগের পদক প্রাপ্ত শিক্ষার্থী হলো, একই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র অনুরাগ ভাইয়া (০০২৮১৫)।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা কাসেম জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউটের পরিচালক ড. মো আব্দুল হালিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ আলী মন্টু, লাকী জামাল, সিদ্দিক জামাল, সদস্য লিয়াকত আলী, হ্যাপী জামালসহ আরও অনেকে।

প্রসঙ্গত, বিশিষ্ট সমাজসেবক, সংগঠক এবং মানবিক গুনে সমৃদ্ধ জনাব আব্দুস সোবহান ১৯২০ খ্রিস্টাব্দে জন্ম গ্রহন করেন। তিনি তার জন্মদশায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেছেন, অনেক মসজিদ, মাদরাসা নির্মানের উদ্যোক্তা ছিলেন। তিনি সারা জীবন সামাজিক কর্মকান্ডসহ জনগনের আপনজন হয়ে বেচে ছিলেন। মানুষের ভালোবাসায় নির্বাচিত হয়েছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার কাউন্সিলর।

RSS
Follow by Email