বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
জেলাজুড়েসদর

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জাকির খান মুক্তি পরিষদ’র শ্রদ্ধাঞ্জলী

লাইভ নারায়ণগঞ্জ: স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাকির খান মুক্তি পরিষদ। মঙ্গলবার (২৬ মার্চ) চাষাঢ়ায় বিজয়স্তম্ভে পূষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।

এর আগে, স্বাধীনতা দিবস উপলক্ষে নগরীতে র‌্যালি বের করে জাকির খান মুক্তি পরিষদের নেতাকর্মীরা। দেওভোগ আখড়ার মোড় এলাকা হতে র‌্যালিটি বের হয়ে। বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া গিয়ে এ র‌্যালি শেষ হয়।

এসময় নেতাকর্মীরা ‘আজকের এ দিনে, জিয়া তোমায় মনে পড়ে’ `স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও ছালাম’ সহ খালেদা জিয়া ও জাকির খানের মুক্তির দাবীতে বিভিন্ন স্লোগানও দেন। তাদের এ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা নগরী। পরে তারা চাষাঢ়ায় বিজয়স্তম্ভে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও বিজয়স্তম্ভে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে লাখো শহীদের স্মরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন জাকির খান মুক্তি পরিষদ নেতা সলিমুল্লাহ্ সেলিম, মির্জা খোকন, মো: ফরিদ, দিদার খন্দকার, মনির মল্লিক, মো: নাছির, পিয়ার আলী, আব্দুল রশীদ, মোক্তার চান, মুজিবুর রহমান, আহম্মদ, মো: বাপ্পি, লিংকন খান, এইচ এম হোসেন, শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, শেখ সালাহ্ আহমেদ রনি, অ্যাডভোকট রাজীব মন্ডল, মো: জাকির, মো: কামাল, জুয়েল প্রধান, এজাজ চৌধুরী, কাঞ্চন আহমেদ, লিংরাজ খান, সলিমুল্লাহ্ হৃদয়, হাসান মাহমুদ, মো: আমান, এলকে রনি, আলিফুল ইসলাম সীমান্ত, মো: সানী, মো: শরীফ, সানজিদ, সুজন, রাকিবুল হাসান সুজন, মো: কামাল, মো: ইমরান খান, মো: ফাহিম, মো: খোকন, মো: খোকন-২, মো: সাব্বির, সুমন খান, মো: ফয়সাল, আদনান ইব্রাহিম, মো: সাইফুল তারেক শুভ, ফয়সাল বেপারি, সোহাগ রাজ, জুনায়েদ শুভ, ইদ্রিস মিয়া, মো: রুবেল, রবিউল, রাজিব, মিঠু, মো: সেলিম, আব্দুল জাকির, চান মিয়া, রিপন শিকদার, আরিফুল প্রমূখ।

RSS
Follow by Email