রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
ফতুল্লা

চানমারী থেকে মাদক কারবারি কবির গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ : ১০০ বোতল ফেনসিডিলসহ ফতুল্লার চানমারী থেকে বোরহান কবির (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত বোরহান কবির নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার ভুলতা মর্তুজাবাদের মৃত মোতাহার মিয়ার পুত্র।

মঙ্গলবার (২ জানুয়ারি) জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (খ অঞ্চল) ফজলুল হক খান লাইভ নারায়ণগঞ্জকে এই তথ্য নিশ্চিত করেন। সোমবার (পহেলা জানুয়ারি) সন্ধ্যায় তাকে ফতুল্লা মডেল থানার চানমারী আর্মি মার্কেটের জননী এক্সপ্রেস  সার্ভিসের সামনের  রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়।

তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ফজলুল হক খানের নেতৃত্বে উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু, সহকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার সন্ধ্যা সাড়ে পাচটার দিকে ফতুল্লা মডেল থানার চানমারী আ্রমি মার্কেটস্থ জননী এক্সপ্রেস  সার্ভিসের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ১ শত বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী বোরহান কবির কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

ফজলুল হক খান জানান, তারা জানতে পারেন জনতা এক্সপ্রেস সার্ভিসের (পার্সেল সরবরাহকারী)  মাধ্যমে সরিশা তেলের কার্টন ভরে ফেনসিডিলের চালান আসবে।

এরপর সোমবার সকাল থেকে ঘটনাস্থলপর আশপাশে অপেক্ষা করতে থাকে। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বোরহান জনতা এক্সপ্রেস সার্ভিসে গিয়ে পার্সেলটি গ্রহন করে বের হওয়ার সময় তাকে আটক করা হয়।

RSS
Follow by Email