বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েবন্দর

বন্দরে এম এইচ মডেল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দরে এম এইচ মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় টায় বন্দর ২৩ নং ওয়ার্ডের একরামপুর আরসিম আবাসিক এলাকায় অবস্থিত এম এইচ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও সবার কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা।

এছাড়াও এম এইচ মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উদ্ভোধন করেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।

প্রধান অতিথির বক্তব্য ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস এই মাসেই আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে গ্রহণ করে। সেই যুদ্ধে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে দেশ পায় স্বাধীনতা। সেই স্বাধীন দেশটিকে আজ বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করেছেন। যা সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নারায়নগঞ্জ ৫ আসনে লাঙ্গল প্রতীকে এ কে এম সেলিম ওসমানকে ভোট দেওয়ার জন্য অভিবাবকদের কে আহবান জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, নাসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদ্দাসেরুল হক দুলাল, বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন খান কমল ,বন্দর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সরকারি কদম রসুল কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য মোঃ সোহেল মিয়া,নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রিপন ভাওয়াল, বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব মো: আনোয়ার হোসেন,এম এইচ মডেল স্কুলের দাতা সদস্য হাজী মোহাম্মদ ফারুক হোসেন, নাঃগঞ্জ মহানগর জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম রোমান, মহানগর জাতীয় শ্রমিক পার্টির সভাপতি হাবিবুর রহমান মন্টু, আরসিম পঞ্চায়েত কমিটির উপদেষ্টা মোঃ আব্দুল হালিম মমিন, নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী এ্যাড. মেরাজ সরকার, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম খান, ইস্পাহানি বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের প্রকাশক ও সম্পাদক ছায়ানুর তালুকদার, বিএইচডিএস মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোমেন ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন এম এইচ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ পারভেজ পাপ্পু, মোঃ কবির হোসেন ও রাশেদুল হাসান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সকল শিক্ষক -শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

RSS
Follow by Email