বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05আড়াইহাজাররাজনীতি

আড়াইহাজারে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা আহত

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুর্বৃত্তদের হামলায় কামরুল হাসান তুষার (২৫) নামে এক ছাত্রলীগের সাবেক এক নেতা আহত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার এলাকায় যুবলীগের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার বালিয়াপাড়া যুবলীগের দলীয় কার্যালয় থেকে বাড়ির দিকে রওনা হন ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান তুষার। ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। দ্রুত পাশের বাড়ির ভেতর প্রবেশ করলে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তুষার। তবে একটি গুলি পায়ের নিচের অংশ লেগে চলে যায়। এতে আহত হন তিনি।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাউকে এখনও আটক করা হয় নি। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email