বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
আড়াইহাজার

আড়াইহাজারে পুলিশকে কুপিয়ে জখম, বিএনপির আরও ৫জন গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে তিন পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আরও পাঁচ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার বল্লভদী গ্রামের মৃত কাশেমের ছেলে ওসমান (৪৫), মরদাসাদী গ্রামের ওহাবের ছেলে জালাল মিয়া (৩৬), জাঙ্গালিয়া গ্রামের মজিদ খানের ছেলে সুমন খান (৩৮), নৈকাহন গ্রামের সুরুজ মিয়ার ছেলে জাকির (২৮) ও কুমিল্লা জেলার হোমনা থানার খাদিদাতপুর গ্রামের হাকিম সরকারের ছেলে সফির উদ্দীন সরকার (৪৯)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, শুক্রবার সকালে আসামিদেরকে সাত দিনের রিমান্ডের আবেদন চেয়ে কোর্টে পাঠানো হয়।

RSS
Follow by Email