অভিযানের প্রথম দিনে ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ১৫ কেজি ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস অফিস। জব্দকৃত ইলিশ স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে বৃহস্পতিবার দিন ব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বদেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমূখ।
অভিযানে উপজেলার ২০ টি বাজার ও আড়ৎ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে গোপালদী বাজার ও আড়ৎ থেকে মালিকবিহীন অবস্থায় ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং পরবর্তীতে জব্দকৃত মাছ কড়ইতলায় অবস্থিত ইসলামপুর হোসাইনিয়া ইয়াতিমখানায় বিতরণ করা হয়। তাছাড়া দয়াকান্দা বাজার থেকেও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং জব্দকৃতমাছ দয়াকান্দা ইসলামিয়া এবতেদীয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। তাই ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান পালন করা হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে।