শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
Led03ফতুল্লা

ফতুল্লায় গণধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-ফতুল্লার ধর্মগঞ্জ পাকাপুল এলাকার ওসমান গণির পুত্র জাফের বিন রিফাত (২৫) ও একই এলাকার মৃত হাজী আঃ রাজ্জাকের পুত্র জোবায়ের আহমেদ সাদি (২৪)।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক (৩৮) বাদী হয়ে জাফের বিন রিফাত এবং জোবায়ের আহমেদ সাদিসহ ৫ জনের নাম উল্লেখ করে ধর্ষণের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, এ ঘটনায় মামলা হয়েছে। এজাহারনামীয় দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অপর আসামীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

RSS
Follow by Email