মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
Led04অর্থনীতিজেলাজুড়ে

আজকের বাজার দর

লাইভ নারায়ণগঞ্জ: নিত্যদিনের প্রতিবেলা খাবারের বড় একটি অংশ জুড়ে থাকে শাক-সবজি। তবে এই শাক-সবজির বা কাঁচা বাজারের দাম ওঠা-নামা করে প্রতিদিনই। তাই পাঠকের সুবির্ধাতে নগরীর দীগুবাবুর বাজারে সরেজমিনে আজকের বাজারদর উপস্থাপন করা হলো।

শনিবার (২ মার্চ) বাজারের বিভিন্ন দোকার ঘুড়ে জানা যায়, সকল সবজির রাজা আলু (লাল) বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ দরে আর সাদা আলুও বিক্রি হচ্ছে ১২০ টাকায়। তাছাড়া দেশি পিয়াজ ৫ কেজি বা এক পাল্লা বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। অন্যদিকে পুরান পেয়াজ বিক্রি হচ্ছে ৫২০ খেকে ৫৪০ টাকায়। এ ছাড়া কাচা মরিচ বিক্রি হচ্চে প্রতি কেজি ৭০ টাকায়।
বাজারে আজ সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৫০ টাকায়, গাজর প্রতি কেজি ৩০ টাকায়, দুনদুল প্রতি কেজি ৬০ টাকায়, কালো বেগুন প্রতি কেজি ৬০ টাকায়, মরটশুটি প্রতি কেজি ৪০, টমেটো প্রতি কেজি ৪০ টাকায়, মুলা প্রতি কেজি ৩০ টাকায়, বেগুন লম্বা প্রতি কেজি ৬০ টাকায়, লাউ প্রতি পিস (বিভিন্ন আকারে) ৬০ টাকা, মিস্টি কুমরা কেজিতে ৩০ টাকা।

তাছাড়া ফুল কপি বিক্রি হচ্ছে প্রতি পিস ৪০ টাকায়, লাল শাক ও পালোং শাক প্রতি কেজি ৩০ টাকায়, মোটা লতি বিক্রি হচ্ছে ৭০ টাকায় কেজি প্রতি। প্রতি পিস পেপে ৪০ টাকায়, দেশি লতি ৬০ টাকায়, সিমের বিচি ৮০ টাকায়, পুইশাক ৩০, শসা ৬০, পটল ১৫০, উস্তা ১৪০ টাকা কেজি।

দেশি আদা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি, অন্যদিকে বিদেশি আদা বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি। রসুন (দেশি) ১৩০ টাকায় ও চায়না ২০০ থেকে ২১০ টাকা কেজি। কহি প্রতি কেজি ৫০ টাকায়, ডেরস প্রতি কেজি ১২০ টাকায়, মিষ্টিআলু প্রতি কেজি ৩০ টাকায়, দনিয়া পাতা প্রতি কেজি ৪০ টাকায়, বাধা কপি প্রতিপিস ৩০ টাকায়, লেবুর হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায় তবে লেবুর ধরন ভেদে দামের পরিবর্তন হতে পারে। শুকনো মরিচ (হাইব্রিড) ৩৫০ টাকায় অন্যদিকে দেশি শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে, বরবটি প্রতি কেজিতে ১০০ টাকা, ছোলা ১০৫ থেকে ১১০ টাকায়।

সরকারি নির্দেশনার পরও কমেনি তেলের দাম। আজও বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকা লিটার, খোলা সোয়াবিন তেল ১৫৫ টাকায়, সরিষার তেল ১৮৫ থেকে ২০০ টাকা লিটার।

মাংশের বাজারেও রয়েছে দামের ওঠানামা। বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি, লালকক ৩১০ টাকায়, দেশি ১৪৫ টাকায়।

অন্যদিকে পাইকারি দরে কক মুরগির প্রতি হালি ৭০ টাকায়, ফারম সাদা মুরগির ডিম প্রতি হালি ৪০ টাকায়, লাল মুরগির ডিম প্রতি হালি ৪২ টাকায়, হাসের ডিম ৬০ টাকায়, তাছাড়া কোয়েল পাখির ডিম প্রতি হালি ১৪ টাকায়।

RSS
Follow by Email