জামপুরে পার্চিং উৎসবের উদ্ধোধন
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে পার্চিং উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন ঢাকা অঞ্চলের সকল জেলার সকল ব্লকে একযোগে শতভাগ পার্চিং উপলক্ষে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আহ্সানুল বাসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর উপপরিচালক মো: শাহ আলম, অতিরিক্ত উপপরিচালক(উদ্যান) তাজুল ইসলাম, সোনারগাঁ উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার ফরহাদ জামান, ব্লক পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ প্রায় শতাধিক কৃষকবৃন্দ। একই দিনে আড়াইহাজার উপজেলাতেই পাচিং উৎসব উদ্ধোধন করা হয়। এতে উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।