শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
আড়াইহাজারজেলাজুড়েসোশ্যাল মিডিয়া

ভাষা শহীদদের প্রতি আড়াইহাজার থানা প্রেসক্লাবের শ্রদ্ধা

লাইভ নারায়ণগঞ্জ: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে আড়াইহাজার থানা প্রেসক্লাব।

বুধবার (২১ ফেব্রুয়ারি) আড়াইহাজার কেন্দ্রীয় শহীদ মিনারে থানা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক ও  বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মজিবুর রহমানের নেতৃত্বে এই শ্রদ্ধা জানানো হয়। পরে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি ও উপদেস্টা দৈনিক  যায়যায় দিনের রফিকুল ইসলাম রানা, দৈনিক আমার সংবাদের শাহজাহান কবির, যুগ্ন সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের শাহজাহান মিয়া, ডেইলি পোস্টের  বাদল আহমেদ, অর্থ সম্পাদক ও দৈনিক জনতার হাবিবুর রহমান হাবিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সোলায়মান হাসান, আমাদের আড়াইহাজারের জাইদুল হক, সাংবাদিক মনিরুজ্জামান সরকার প্রমুখ।

RSS
Follow by Email