সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led05

বুধবার ছিল ফুল কেনাবেচার হিড়িক

লাইভ নারায়ণগঞ্জ: ভালোবাসা বহি:প্রকাশের সুন্দর মাধ্যম, ফুল। ফুলের অপার মুগ্ধতা মানুষের মনকে যেমন আনন্দিত করে, তেমনি মনকে ক্ষণিকেই শীতল করে তুলে। তাইতো ভালোবাসার দিবসে প্রিয়জনের মুখে হাসি ফুটাতে একটি ফুলই যথেষ্ঠ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) নগরীতে এই ভালোবাসার দিবসকে ঘিরে ফুল কেনা-বেচার হিড়িক পরেছে। ফুলের দোকানসহ পাড়া-মহল্লা, ওলিতে-গোলিতে, সড়কের পাশে ঝুড়ি নিয়ে অনেকেই বসেছেন ফুল বিক্রি করতে। বাহারী রঙের গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধ্যা, মেরিগোল্ড, ড্যাফোডিল, টিউলিপসহ নানা বর্ণের ফুল নিয়ে পশরা বসিয়েছেন। বুকেট হিসেবে, পিছ হিসেবে ক্রেতাদের কাছে ফুল বিক্রি করেছেন। একই সময়ে পছন্দের মানুষকে ফুল উপহার দিতে বিক্রেতাদের কাছে ভিড় জমিয়েছেন ক্রেতারা। বেশ খানেক সময় নিয়ে সবচেয়ে সুন্দর ফুলটি বাছাই করে কিনেছেন।

নগরীর বঙ্গবন্ধু সড়কে বিভিন্ন ফুলের বিক্রেতাদের সাথে কথা হলে তারা জানান, অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে ফুলের বিক্রি কিছুটা বেশি। ক্রেতাদের পছন্দ গোলাপ ফুল। পিছ হিসেবে, বুকেট হিসেবে নিজের স্বাধ্যমত এক এক জন গোলাপ ফুল কিনছেন। এছাড়াও গ্লাডিওলাস, মেরগোল্ডের মালার প্রতিও তাদের ঝোঁক রয়েছে।

ফুল বিক্রেতারা জানান, গোলাপ ফুল প্রতি পিছ ৫০ থেকে ৯০ টাকা, গ্ল্যাডিওলাস প্রতি স্টিক ৩০ টাকা, রজনীগন্ধ্যা-গোলাপের ক্রাউন ১২০ টাকা, মেরিগোল্ডের মালা ১৫০ থেকে ২৫০ টাকায় বিক্রি করছেন। এছাড়া বিভিন্ন বড় বুকেট ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করছেন।

বিক্রেতা মো. চান্দু মিয়া জানান, অন্যান্য দিনের তুলনায় ফুলের বিক্রি কিছুটা বেশি। তবে একই দিনে ১লা ফাল্গুন, স্বরস্বতী পূজা, ভালোবাসার দিবস হওয়ায় আলাদা ৩ দিবসের তুলনায় আয় কম হচ্ছে। ক্রেতাদের চাহিদা গোলাপ ফুলের বেশি। তবে কেউ কেউ বুকেট কিনছেন।

ফুল কিনতে আসা সাব্বির বলেন, প্রিয় মানুষের জন্য গোলাপ ফুল ও মেরিগোল্ডের মালা কিনেছি। বিক্রেতারা ফুলের দাম বেশি রাখছেন। তবে আজ বিশেষ দিন বলে সেই দামেই নিয়েছি।

RSS
Follow by Email