সরকারের নিষেধাজ্ঞার পরেও না.গঞ্জে যত্রতত্র খোলা সয়াবিন তেল বিক্রি
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কিন্তু নারায়ণগঞ্জে সিদ্ধান্তটি বাস্তবায়নে কোন উদ্যোগ নেই। ফলে যত্রতত্র বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল।
নারায়ণগঞ্জের দ্বিগুবাজার বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রায় সকল মুদি দোকানেই খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে। দোকানী বা ক্রেতা কেউ জানে না, এই তেল বিক্রি সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে।
বাজারের দোকানী শাহ্ আলম জানান, খোলা সয়াবিন মূলত নিম্ম আয়ের মানুষ বেশি কেনে। তাই বোতল জাত সয়াবিনের তোলনায় এই সয়াবিনের ক্রেতা বেশি।
আল আমিন নামের ক্রেতা জানান, বোতল জাত করলে সয়াবিনের মূল্যে প্রভাব পরবে।
এর আগেও খোলা সয়াবিন বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে কয়েক দফা সময়সীমা নির্ধারণ করে দিলেও সেটা মানতে দেখা যায়নি। তবে, ভেজাল বন্ধ ও পুষ্টির মান বজায় রাখতে চলতি বছরের ১ আগস্ট থেকে আবারও খোলা সয়াবিন তেল বিক্রির অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেন সরকার।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ‘সরকারের পক্ষ থেকে খোলা সয়াবিন তেল বণ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আমরা লোকবলের অভাবে অভিযানে নামতে পারিনি। তবে- আশা করছি, আগামীকাল নামবো।’