শনিবার, জুলাই ২৭, ২০২৪
Led05ফতুল্লারাজনীতি

শহীদদের অসম্মান করে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করতে চায় হেফাজত!

লাইভ নারায়ণগঞ্জ: দেশের শিক্ষা কারিকুলাম পাল্টানোর দাবিতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা। তবে, শিক্ষা কারিকুলাম পাল্টাতে গিয়ে ভাষা শহীদদের সম্মান দিতে যেনো ভুলেই গেছে ধর্মীয় এই দলের নেতারা।

রবিবার (২ জুন) বিকেল ৩টায় এই সভা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।

সভা শেষ হতেই জুতা পায়ে নির্দিধায় শহীদ মিনারের উপর চলাচল করতে দেখা যায় হেফাজতে ইসলামসহ আরও কয়েকটি ইসলামি দলের শীর্ষ নেতাদের। যাতে করে শহীদ মিনারের জনসাধারণের মধ্যে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া।

অনেকে তো বলেই ফেলেছেন, ভাষা শহীদদের কি তারা সম্মানটুকু করতে জানে না? এভাবে তাদের অসম্মান করে তারা কিভাবে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করবে। এভাবে জুতা পায়ে শহীদ মিনারে হাটার বিষয়টি তাদের উচিত হয়নি।

সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ‘র মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ডিআইটি মসজিদে খতিব মাওলানা আব্দুল আউয়াল।

হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর‘র সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ।

এছারাও হেফাজতে ইসলামের বিভিন্ন পডর্যায়ের নেতাকর্মীরা সভায় বক্তব্য রাখেন।

RSS
Follow by Email