বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04ক্রীড়া

৫ উইকেটে পরাজিত শামসুজ্জোহা স্মৃতি একাদশ

লাইভ নারায়ণগঞ্জ: নীট কনসার্ণ প্রিমিয়ার ক্রিকেট লীগের ৭ম ম্যাচে পরাজিত হলো শামসুজ্জোহা স্মৃতি একাদশ। ৫ উইকেটে তারা নাসিম ওসমান এমসিএ’র কাছে পরাজিত হয়। সোমবার (১৯ ফেব্রুয়ারি) একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সকালে শামসুজ্জেহা স্মৃতি একাদশের অধিনায়ক আশফাক জিতু টস জিতে ব্যাট করতে নামেন। শুরুটা ভাল হয়নি তাদের।

টেলএন্ডারদের বদৌলতে ১৩২ রানে যেতে সক্ষম হয় তারা। পেসার সবুজ বর্মন ২ ছয় ও ১ চারে করেন ৩২ রান। সাক্কু ৩ চারে ফিরেন ২৮ রানে। মুনাফ ১ চারে ১৭ রানে ফিরেন। শুভ ১ ছয় ও ১ চারে করেন ১৩ রান। ওপেনার সোহাগ ফিরেন ১৩ রানে। নাসিম ওসমান এমসিএ’র স্পিনার আলআমিন ২৩ রানে তুলে নেন ৫ উইকেট। আদিব ৭ রানে পান ২ উইকেট। জবাব দিতে গিয়ে নাসিম ওসমান এমসিএ ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে। আদিব ৭ চার ও ২ছয়ে করেন ৪২ রান। রফিক ফিরেন ৪ চারে ৩০ রানে। রিফাত ৩ চার ও ১ছক্কায় আউট হন ২৩ রানে। নাইম করেন ২২ রান ৪ চারে। শামসুজ্জোহা স্মৃতি একাদশের সিদ্দিকুর রহমান পান ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: শামসুজ্জোহা স্মৃতি একাদশ -১৩২/১০(৩৬.৩ ওভার) সবুজ বর্মন-৩২,সাক্কু-২৮,শুভ-১৩,সোহাগ-১৩,মুনাফ-১৭। অতিরিক্ত-১২। আলআমিন-৫/২৩,আদিব-২/৭।

নাসিম ওসমান এমসিএ-১৩৩/৫(২১.২ ওভার) আদিব-৪২,রফিক-৩০,রিফাত-২৩,নাঈম-২২। অতিরিক্ত-০৯। সিদ্দিকুর রহমান-২/১৯।

আগামী খেলা: নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব বনাম আলীগঞ্জ ক্লাব।

সকাল-৯টা। একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ড।

RSS
Follow by Email