রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
জেলাজুড়েরাজনীতিশিক্ষাসদর

২৬ জানুয়ারি রাষ্ট্রপতি বরাবর ইসলামী আন্দোলনের স্মারকলিপি

লাইভ নারায়ণগঞ্জ: জাতিসত্তা বিরোধী শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে ২৬ জানুয়ারি রাষ্ট্রপতি বরাবর ডিসির মাধ্যমে স্মারকলিপি পেশ করবে জেলা ইসলামী আন্দোলন। শনিবার (২৩ ডিসেম্বর) মহানগর ইসলামী আন্দোলন প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বক্তারা আরো জানায়, অবৈধ সরকার জাতিসত্তাবিরোধী শিক্ষা কারিকুলাম তৈরি করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের চূড়ান্ত খেলায় মেতে ওঠেছে। এ কারিকুলাম বাস্তবায়ন হলে দেশের জ্বিনাব্যভিচার বৃদ্ধি পাবে। হাজার বছরের পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হবে। দেশ বাঁচাতে আওয়ামী লীগের ক্ষমতার লালসার বিরুদ্ধে জনগণকে রাজপথে নেমে আসতে হবে। গণবিরোধী এ তফসিল অবিলম্বে বাতিল করতে হবে। সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।দেশের জনগণ এ অবৈধ তফসিল মানে না। দেশবাসি অবৈধ এ তফসিলের বিরুদ্ধে ফুঁসে ওঠেছে। ক্রমান্বয়ে রাজপথ আরও উত্তপ্ত হচ্ছে।

RSS
Follow by Email