রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
সদর

২৫ হাজার টাকা মজুরী না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুসিয়ারী

লাইভ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: শ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা দাবি করেছে গার্মেন্ট শ্রমিক সংগঠনগুলোর জোট ‘মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন’।

আগামী ৯ অক্টোবরের মধ্যে মজুরি বৃদ্ধি না করলে সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেন।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

গার্মেন্ট টিইউসি নারায়ণগঞ্জ জেলার নেতা দুলাল সাহার সভাপতিত্বেসমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট টিইউসির কেন্দ্রীয় সভাপতি এড. মন্টু ঘোষ, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভা প্রধান ও জোটের কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আখতার, টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এড. মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ সভাপ্রধান অঞ্জন দাস।

গার্মেন্ট শ্রমিক সংহতি জেলার যুগ্ম সম্পাদক জাহিদ সুজনের সঞ্চালনায় স্থানীয় নেতৃত্বের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিকনেতা আব্দুস সালাম বাবুল, এফ.এম সাইদ, আব্দুল আল মামুন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ৯ অক্টোবরের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা, ১০% ইনক্রিমেন্ট, বেসিক ৬৫% ও ৭ টি গ্রেড থেকে কমিয়ে ৫ টি গ্রেড ঘোষণা করতে হবে। সরকারি হিসেবেই মূল্যস্ফিতি বছরে ১৫% আর ডলারের বাড়তি মূল্যে নিত্যপণ্যের মূল্যের দাম দ্বিগুনেরও বেশি বেড়েছে। গ্যাস-বিদ্যুৎ বিল, বাড়ি ভাড়া, নিত্যপণ্যের দাম বৃদ্ধি সবকিছু মিলিয়ে শ্রমজীবি মানুষ আজ দিশেহারা। অথচ ৫ বছর অতিবাহিত হলেও মজুরি বোর্ড এখন পর্যন্ত নতুন মজুরি ঘোষনা করছেনা!

আল্টিমেটাম দিয়ে নেতৃবৃন্দ বলেন, আগামী ৯ অক্টোবরের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা ঘোষনা করা না হলে সারা দেশের সকল শ্রমিকদের নিয়ে এই সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তখন সকল দায় সরকারের উপর গিয়েই বর্তাবে। তাই আমরা এখনও আহ্বান করছি অবিলম্বে শ্রমিকের সকল দাবিদাওয়া মেনে নিন। নয়তো সারাদেশ অচল হয়ে যাবে।

RSS
Follow by Email