হামুনের প্রভাবে নারায়ণগঞ্জ থেকে লঞ্চ চলাচল বন্ধ
লাইভ নারায়ণগঞ্জ: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে নারায়ণগঞ্জ নদীবন্দর থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ আছে।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর থেকে নৌযান গুলো চালাচলে নিষেধাজ্ঞা জারি করেন।
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে মঙ্গলবার সকাল থেকে আবহাওয়া মেঘাচ্ছন্ন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। ভারি বৃষ্টিপাত না হলেও আবহাওয়া থমথমে অবস্থায় আছে।
নারায়ণগঞ্জ থেকে থেকে চাঁদপুর, শরিয়তপুর, মুন্সিগঞ্জ, মতলব, দাউদকান্দী ও কুমিল্লার রামন্দ্রপুরসহ বিভিন্ন এলাকায় ৩০টি লঞ্চ চলাচল করে।
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. সাহাদাত হোসাইন বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবটা এখনো পড়েনি। তবে নদীপথ উত্তাল থাকায় বেলা ১১টায় নারায়ণগঞ্জ রুটের ছোট নৌযান বন্ধ করে দেওয়া হয়েছে। নদী বন্দরে এখন পর্যন্ত ২ নম্বর সতর্কতা সংকেত আছে।
এদিকে, নারায়ণগঞ্জ থেকে নৌচলাচল বন্ধ থাকায় অনেকেই এসে ফিরে যাচ্ছেন।
বিকালে আব্দুর রহিম নামের এক ব্যক্তি জানান, নৌপথে মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন। বন্ধ থাকায় এখন সড়ক পথে যাবেন।