শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

সোনারগাঁ উপজেলা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত বাবুল বাবু ওমর

লাইভ নারায়াণগঞ্জ: জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতে, শুরু হয়ে গেছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। ইতিমধ্যে, দেশব্যাপী প্রচার-প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীরা। এ দিকে নারায়াণগঞ্জে যেনো নির্বাচনী আমেজের শেষ নেই, একদিকে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন এবং অপরদিকে উপজেলা নির্বাচন।

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচন ১১ মে অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ে একাধিক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা মাঠে সরব রয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সোনারগাঁও উপজেলা পরিষদের বর্তমান ভাইস-চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমর বাবু গণসংযোগ করেছেন। এ সময় তিনি উপজেলার সন মান্দি ইউনিয়নের দড়িকান্দি হয়ে নারিজপুর ও অলিপুরা বাজার পর্যন্ত প্রচারণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

RSS
Follow by Email