মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led02জেলাজুড়েসোনারগাঁ

সোনারগাঁয়ে ব্যাটারী তৈরীর কারখানায় অগ্নিকান্ড

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী এলাকায় একটি ব্যাটারি তৈরির কারখানায় অগ্নিকান্ড ঘটেছে। শুক্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ‘হুয়েক লিমিটেড’ নামে ওই কারখানায় অগ্নিকান্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ১১টা ৪২ মিনিটে ঘটনাস্থলে যায়। ভোর ৫টার তারা দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে হতাহতের কোনো ঘটনা ঘটে নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন আহমেদ বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের ৫ টি ইউনিট ঘটনাস্থলে যায়। ভোড় ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। তাৎক্ষনিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

RSS
Follow by Email