বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led05জেলাজুড়েসোনারগাঁ

সোনারগাঁয়ে দগ্ধ সেই আব্দুর রশিদ মারা গেছেন

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সেই আব্দুর রশিদ (৪৭) মারা গেছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম

এর আগে ২০ ফেব্রুয়ারি রাতে সাহাপুর কাঠপট্টি এলাকায় তিতাস গ্যাস লাইন থেকে অবৈধভাবে বোতলজাত করার অভিযোগ পাওয়া যায় আব্দুর রশিদ’র নামে। এদিকে বোতলজাত করার সময় সিলিন্ডার বিস্ফোরণে আব্দুর রশিদ অগ্নিদগ্ধ হয়। পরে স্বজনরা অগ্নিদগ্ধ আব্দুর রশিদকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। নিহত আব্দুর রশিদ পৌরসভার সাহাপুর গ্রামের মৃত খালেকের ছেলে।

ডা. মো. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আব্দুর রশিদ নামে একজন দগ্ধ রুগী মারা গেছে। তিনি মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।

RSS
Follow by Email