রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েসোনারগাঁ

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার্থীসহ ৩ জনকে কুপিয়ে জখম

লাইভ নারায়াণগঞ্জ: সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার (১০ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন এসএসসি পরীক্ষার্থী মো. সুজন মিয়া, তার চাচা মো. জাহাঙ্গীর হোসেন ও চাচাতো ভাই মো. ইয়াসিন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এঘটনায় সোমবার (১১ মার্চ) সকালে আহত এসএসসি পরীক্ষার্থীর বাবা মো. মজিবুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী সুজনের বাবা মজিবুর রহমানের অভিযোগ, ব্রহ্মপুত্র নদের পাশের একটি জমি বহু আগে তিনি ক্রয় করেন। পরে হঠ্যাৎ করে নাসির উদ্দিন এ জমি তার বলে দাবি করে। এ নিয়ে তার সঙ্গে বিরোধ চলে আসছে। এই বিরোধের কারণে তার ছেলেসহ ৩ জনকে কুপিয়ে আহত করা হয়েছে।

এব্যাপারে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এসএম কামরুজ্জামানকে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেন নি।

RSS
Follow by Email