বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
বন্দররাজনীতি

সেলিম ভাইয়ের মতো জনপ্রতিনিধি বার বার আসুক: চন্দনশীল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, সেলিম ওসমান সেই পরিবারের সদস্য, যে পরিবার একের পর এক ইতিহাস সৃষ্টি করে। সেলিম ভাইয়ের ইতিহাস এই ডকুমেন্টরিতে দেখলাম। তাই সেলিম ভাই সম্পর্কে বেশি কিছু বলার নাই। তার প্রতি আমরা শ্রদ্ধা জানাবো। তাকে অভিনন্দন জানাবো। আমরা সকলে সেলিম ভাইয়ের জন্য দোয়া করবো।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের গণ সংবর্ধনা অনুষ্ঠানে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বন্দরের সমরক্ষেত্র এলাকায় এ কথা বলেন তিনি।

চন্দন শীল বলেন, প্রতিটি ক্ষেত্রে সেলিম ভাই যে উন্নয়ন করেছে; মানুষের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এগুলো স্মরণীয় হয়ে থাকবে। সেলিম ভাইয়ের মতো জনপ্রতিনিধি বার বার আসুক, এই ধারা অব্যহত থাকুক এটাই কামনা করি।

অনুষ্ঠানে বন্দর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ক্লাস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, এনসিসিআই এর পরিচালক মোরশেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বাংলাদেশ হুঁশিয়ারি সমিতির সভাপতি নাজমুল আলম, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, বাংলাদেশ ডাইন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন খসরু, আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল।

আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলি, শামীম ওসমানের একমাত্র পুত্র ইমতিনান ওসমান আয়ন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

RSS
Follow by Email