বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
রাজনীতিসদর

সেলিম ওসমানের সুস্থতা কামনায় চেয়ারম্যান ফজর আলীর দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সফল অস্ত্রোপচার ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী।

শুক্রবার (৪ আগস্ট) বাদ জুম্মা গোগনগর জামে মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসুল্লিরা অংশগ্রহণ করেন।

জানা গেছে, চিকিৎসার জন্য গত ২৭ জুলাই দুপুরে ঢাকা থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন সেলিম ওসমান। বর্তমানে তিনি দেশটির ‘বামরুনগ্রাদ’ নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আগামীকাল ৫ আগস্ট তাঁর অস্ত্রোপচার হবে বলে জানা গেছে।

RSS
Follow by Email