রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
জেলাজুড়েরাজনীতিসদর

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দিতে ঐক্যবদ্ধ হন: সেলিম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: ‘আপনারা নির্বাচনী আচরণবিধি প্রত্যেকেই মেনে চলবেন। নির্বাচনের জন্য আমাদের কিছু বিধি-নিষেধ মানতে হবে। সকলকেই এ বিধি-নিষেধগুলো নিয়ে সচেতন থাকতে হবে। সুষ্ঠুভাবে ও সুন্দর পরিবেশে ভোট দিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ২০ ডিসেম্বর থেকে ইনশাল্লাহ আমাদের কাজ শুরু হবে। আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকবেন ও উন্নয়ের বার্তা ঘরে ঘরে পৌছে দিবেন।’

সোমবার (১১ ডিসেম্বর) রাতে ১৮ নং ওয়ার্ডে এলাকার মুরুব্বিদের সাথে এক আলোচনা সভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। আলোচনার সভপতিত্ব করেন সিটি কর্পোরেশেনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না।

সভায় এলাকাবাসীর সাথে নির্বাচন নিয়ে নানা ধরণের পরামর্শ করেন সেলিম ওসমান। ভোটের জন্যে কিভাবে সুন্দর পরিবেশ তৈরী করা যায় এব্যাপারে উপস্থিত মুরুব্বিদের কাছ থেকে মতামত নেন তিনি।

RSS
Follow by Email