বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led01জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর রুহুল আমিনের ভাইসহ ২জন আটক, ইয়াবা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলরের বড় ভাই ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশের দাবি এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবু বক্কর সিদ্দিক।

আটককৃতরা হলো- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বড় ভাই খোকন মোল্লা (৫৫) ও তার সহযোগী রিপন (৩৫)।

এই বিষেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০০ পিস ইয়াবাসহ কমিশনার রুহুল আমিন মোল্লার বড় ভাই খোকন মোল্লা ও তার সহযোগী রিপনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া খোকন মোল্লা নাসিক কাউন্সিলর রুহুল আমিন মোল্লার বড় ভাই বলে তিনি উল্লেখ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবু বক্কর সিদ্দিক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের ইতোমধ্যে আমরা আদালতে প্রেরণ করেছি।

RSS
Follow by Email