রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04সদর

সাভারে কারাবন্দী ৬ নেতার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ

লাইভ নারায়ণগঞ্জ: সাভারে কারাবন্দী ৬ শ্রমিক নেতার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা।

সমাবেশ থেকে নিঃশর্ত মুক্তি ও মালিকের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (১লা সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেটের উল্টো পাশে সমাবেশটি হয়। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।

সাভারে অবস্থিত ভার্সেটাইল গার্মেন্টস ২০২১ সালে বন্ধ হয়ে যায়। সে সময় শ্রমিকরা তাদের প্রাপ্য পাওনার দাবিতে আন্দোলন গড়ে তোলে এবং তাতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টসহ কয়েকটি ফেডারেশন নেতৃত্ব দেয়। এই আন্দোলনে ভার্সেটাইল গার্মেন্টস মালিকের আরেকটি কারখানার শ্রমিকরাও যোগ দেয়। মালিক শেষ পর্যন্ত শ্রমিকের প্রাপ্য পাওনা দিতে বাধ্য হয়।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জের নেতাদের দাবি, প্রাপ্য পাওনা দিলেও মালিক ১৩ শ্রমিক নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ছিল। সেই সময় ৬ জনকে শিল্প পুলিশ গ্রেপ্তার করে। পরে তাদের জামিন হয়। সেই মামলায় গার্মেন্টস শ্রমিক নেতা আহম্মেদ জীবন ও আনিসুর রহমানসহ ৬ জন কোর্টে জামিন চাইলে আদালতের বিচারক আটক করে কারাগারে প্রেরণ করেন।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৌমিত্র কুমার দাস, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোফাজ্জল হোসেন।

RSS
Follow by Email