বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
শিক্ষা

সরকারি ও বেসরকারি মাদ্রাসা রমজানে ছুটি থাকবে

লাইভ নারায়ণগঞ্জ: ২০২৪ সালের তিন সরকারি আলিয়া মাদ্রাসা ও বেসরকারি মাদ্রাসার সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। রবিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে।

এ ছাড়া আসন্ন পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। শিক্ষার্থীদের শিখন-ঘাটতি পূরণে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী, ৭ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত টানা ছুটির কথা উল্লেখ করা আছে। সে অনুযায়ী পুরো রমজান মাস ছুটি থাকছে মাদ্রাসা।

RSS
Follow by Email